পিএসসি পরীক্ষায় শিক্ষক-শিক্ষিকারা কক্ষ পরিদর্শকের দায়িত্ব নেয়ায় জয়পুরহাটের কালাই উপজেলার তালোড়া-বাইগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সাত দিন ধরে বন্ধ রয়েছে। আর এই সুযোগে ছুটি কাটাচ্ছে বিদ্যালয়ের ১৫৭ শিক্ষার্থী।গত শনিবার বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সরেজমিনে ওই বিদ্যালয়ে দেখা যায় প্রতিটি কক্ষে তালা ঝুলছে। স্থানীয়রা জানায়, পরীক্ষার কারণে বিদ্যালয়টি বন্ধ রাখা হয়েছে। আগামী শনিবার ছুটি শেষ হবে।এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়টি প্রত্যন্ত এলাকায় এবং যাতায়াতের রাস্তা বেহাল হওয়ার কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আঞ্জুয়ারা বেগম নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো বিদ্যালয় পরিচালনা করেন। আর এরই ধারাবাহিকতায় বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর পরিবর্তে মাঠে কৃষকের তোলা আমন ধানের স্তুপ ও খড়ের গাদা এবং বারান্দায় ধানের বস্তা স্তুপাকারে রাখতে দেখা গেছে।এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আঞ্জুয়ারা বেগম জানান, এখন আলু রোপনের ভরা মৌসুম। এক দিকে শিক্ষার্থীরা টাকার বিনিময়ে আলু রোপনের কাজ করছে। অন্যদিকে, চলছে পিএসসি পরীক্ষা। স্কুলের মাঠে ধান ও খড়ের স্তুপের বিষয়টি তিনি এড়িয়ে যান।কালাই উপজেলা শিক্ষা কর্মকর্তা জহুরুল হক জাগো নিউজকে জানান, বিদ্যালয়টি সাত দিনের ছুটি দেয়া এবং মাঠে ধান ও খড়ের স্তুপ আছে, এমন খবর আমার অজানা। বিষয়গুলো জানলাম, প্রয়োজনীয় ব্যবস্থা নেব। রাশেদুজ্জামান/এআরএ/এমএএস/পিআর
Advertisement