সাহিত্য

স্বাধীনতা দিবসের দুটি ছড়া

আলাউদ্দিন হোসেন

Advertisement

রক্তমাখা স্বাধীনতা রক্তমাখা সবুজ নিশানস্বাধীনতার ঘ্রাণ, যুদ্ধক্ষেত্রে বিলিয়ে দেওয়াবাঙালিদের প্রাণ।

ত্রিশ লক্ষ লাশের ঘ্রাণএকটি নিশানজুড়ে,স্বাধীনভাবে মুক্তাকাশেপতপতিয়ে ওড়ে।

বাংলাজুড়ে সবুজ মাঝেতাজা রক্তের দাগ,রক্তমাখা সবুজ নিশানস্বাধীনতার আঁক।

Advertisement

****

রক্তের দাগ

স্বাধীন দেশের বিজয় নিশানতাজা রক্তের দাগ, যুদ্ধক্ষেত্রে বিলিয়ে দেওয়াযোদ্ধার আত্মত্যাগ।

তাজা রক্তে গড়া নিশানবাংলার ইতিহাস,বাঙালি জাতি মনেপ্রাণেকরছে নিশান চাষ।

Advertisement

সবুজ মাঝে লেগে থাকাতরতাজা লাল রক্ত,স্বাধীনভাবে মুক্তাকাশেওড়াচ্ছে সব ভক্ত।

ছড়াকার: শিক্ষার্থী (এমবিএ), সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।

এসইউ/এমএস