খেলাধুলা

সাত হাজার কিমি পাড়ি দিয়ে কাবাডি খেলতে ঢাকায়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত পাঁচ জাতি বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট খেলকে ইউরোপের দেশ পোল্যান্ড সবার আগে ঢাকায় এসেছে।

Advertisement

বাংলাদেশ থেকে দেশটির দূরত্ব প্রায় সাত হাজার কিলোমিটার। পোল্যান্ড যে কাবাডি খেলে তা অনেকেরই জানা নেই। এবার তারা এই সাত হাজার কিমি পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে।

বৃহস্পতিবার ঢাকায় এসে দলের অধিনায়ক মাইকেল স্পিসকো এবং ম্যানেজার মাচে সাউস্কি টুর্নামেন্টের ফাইনাল খেলার আশা প্রকাশ করেছেন।

পোল্যান্ড অধিনায়ক মাইকেল স্পিসকো বলেন, ‘আমাদের দেশে ২০১৫ সাল থেকে কাবাডি চর্চা শুরু হয়েছে। এই খেলাটি ইউরোপে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে।’ তিনি জানান, ২০১৯ সালে তারা আট জাতির ইউরোপিয়ান কাবাডির চ্যাম্পিয়নশিপ দল।

Advertisement

মাইকেল স্পিসকো আরও জানান, বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে যেসব দল অংশ নিচ্ছে তাদের বিপক্ষে পোল্যান্ড কখনও মোকাবিলা করেনি। প্রতিপক্ষ অচেনা হলেও তাদের ভিডিও ম্যাচ দেখেই শক্তি-সামর্থ্য সর্ম্পকে অবগত হয়েছেন।

পোল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমার চোখে এই টুর্নামেন্টে বাংলাদেশই ফেবারিট। ফেবারিট দলের সঙ্গেই আমরা ফাইনাল খেলতে চাই।’

দলের ম্যানেজার মাচে সাউস্কি জানিয়েছেন, ‘আমাদের অধিনায়ক দুইবার প্রো কাবাডি লিগ খেলেছে। তিনি দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়ও। বর্তমান দলে প্রো কাবাডি খেলেছেন এমন ৪ জন আছেন।’

বাংলাদেশের আবহাওয়া সর্ম্পকে ধারণা নেই সাউস্কির। তবে ভারতের মাটিতে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। ‘আমরা জাপান ও থাইল্যান্ডের সাথে খেলেছি। আমেরিকার দলের সাথেও খেলেছি। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টেও ভাল কিছু দেখানোর প্রত্যাশা করছি’- বলেছেন অধিনায়ক।

Advertisement

আরআই/এসএএস/জেআইএম