তরুণ কবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মিনহাজুল ইসলামের কাব্যগ্রন্থ ‘ভৈরব পাড়ের কন্যা’ এর মোড়ক উন্মোচন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা এমপি। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপরে মাশরাফির মিরপুরের অফিসে এ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
Advertisement
এসময় মাশরাফি নবীন এ কবির কাব্যগ্রন্থের শুভকামনা জানান। এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন।
কবি মিনহাজুল ইসলাম বলেন, দক্ষিণবঙ্গের বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদ পাড়ের এক কাল্পনিক কন্যাকে কেন্দ্র করে লেখা হয়েছে কাব্যগ্রন্থটি। প্রিয় মাশরাফি ভাই গ্রন্থটির মোড়ক উন্মোচন করায় আমি আনন্দিত।
বেহুলা বাংলা প্রকাশনী থেকে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘ভৈরব পাড়ের কন্যা’ পাওয়া যাচ্ছে বইমেলার ৫২১, ৫২২ ও ৫২৩ নং স্টলে। বইটি আরও পাওয়া যাবে নড়াইল সদরের পুরাতন বাস টার্মিনালের দিশারী লাইব্রেরি ও রূপগঞ্জের সিদ্দিকীয়া লাইব্রেরিতে। এছাড়াও দেশ-বিদেশের যেকোনো প্রান্ত হতে রকমারি ডট কমে অর্ডার করে সংগ্রহ করা যাবে বইটি।
Advertisement
রায়হান আহমেদ/এএএইচ/জেআইএম