দেশজুড়ে

চক্ষু শিবিরে ৩ ভুয়া চিকিৎসক আটক

বাগেরহাটের চক্ষু শিবিরের নামে রোগীদের সঙ্গে প্রতারণার করায় তিন ভুয়া চিকিৎসকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

Advertisement

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প করে চিকিৎসার নামে অর্থ হাতিয়ে নেয়ার সময় সন্দেহ হলে প্রতারক চক্র পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটক করা হয়।

আটক তিন ভুয়া চক্ষু চিকৎসক হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী এলাকার আজহারুল ইসলামের ছেলে এবং বিষখালী কমিউনিটি ক্লিনিকের কর্মরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মো. মিজানুর রহমান (৩০), সদর উপজেলার কোড়ামারা গ্রামের বাবর আলী মল্লিকের ছেলে জুয়েল মল্লিক (৩০) ও একই এলাকার ইউনুস আলীর শেখের ছেলে মো. মাহফিজুর রহমান (৩৪)।

বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফকির মো. পান্নু মিয়া জানায়, দুপুরে পাটরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা চক্ষু ক্যাম্পের আয়োজন করে। এর আগে এলাকায় মাইকিং করে ৩০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে রাজধানীর ধোলাইপাড়ের এশিয়া ডিজিটাল চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নেয়ার কথা জানায়। সকালে রোগীরা ৩০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে চিকিৎসা নিতে গেলে তারা জানায় বিশেষজ্ঞদের ফি আরও ৬০০ টাকা লাগবে। এসময় রোগী কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না পেয়ে হট্টোগোল শুরু করলে লোকজন জড়ো হয়। অবস্থা বেগতিক দেখে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। তাদের নামে মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

Advertisement

শওকত আলী বাবু/এএইচ/জেআইএম