আইন-আদালত

রাজধানীতে গ্যাস সরবারাহ অব্যাহত রাখতে নির্দেশ

রাজধানীর বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. ওবায়দুল হাসান ও বিচারপতি এস এইচ নুরুল হুদা জায়গীরদার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং তিতাস গ্যাসের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী ড.কাজী আক্তার হামিদ।এবিষয়ে রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, ২০১১ সালের ১লা জানুয়ারি রাজধানীতে সরবরাহকৃত গ্যাসের চাপ কমে গেছে মর্মে বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওইসব সংবাদ সংযুক্ত করে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে একটি রিট আবেদন করা হয়।রিটের শুনানি শেষে ২০১১ সালের ১৩ মার্চ রুল জারি করেন হাইকোর্টের একটি বেঞ্চ। রুলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিব, অর্থ সচিব, পরিকল্পনা সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, গ্যাস ট্যান্সমিশনের চেয়ারম্যানকে জবাব দিতে বলা হয়।শুনানিতে তিতাস গ্যাসের পক্ষে আইনজীবী ড. কাজী আক্তার হামিদ আদালতে বলেন, ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জে কম্প্রেসার স্থাপন করে ঢাকা শহরে সরবরাহকৃত গ্যাসের চাপ বৃদ্ধি করা হয়েছে।অপরদিকে রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সরবরাহকৃত গ্যাসের চাপ যেন অব্যাহত রাখা হয় সে মর্মে নির্দেশ দেওয়া হোক। আদালত উভয় পক্ষের শুনানি শেষে সরবরাহকৃত গ্যাস অব্যাহত রাখতে নির্দেশ দেন।এফএইচ/এসকেডি

Advertisement