বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। বিশ্বের ইতিহাসে আমরাই একমাত্র জাতি যারা গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছি। কিন্তু সেই গণতন্ত্র আজ সবচেয়ে বেশি হুমকিতে।সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ভূমিহীন দল নামে একটি সংগঠন আয়োজিত ‘গণতন্ত্রের উত্তরণ: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।‘গণতন্ত্র ও দেশের অস্তিত্ব রক্ষায়’ বিএনপি আন্দোলন করছে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, সংগ্রাম ছাড়া কখনো কিছু হয়নি। তাই দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। বিএনপি চেয়ারপারসনের ডাকে সাড়া দিতে হবে।আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের প্রধান বাঁধা শেখ হাসিনা। তিনি থাকলে কোনো ভালো কাজই সফল হবে না।নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, নিজের কাজটা করে যেতে হবে। নেতা না আসলে আন্দোলন হবে না, এমনটি ঠিক নয়। নেতা ছাড়াও আন্দোলন হয়। দাবি আদায়ে রাজপথে নামার জন্য নেতার অপেক্ষায় থাকা যাবে না।আয়োজক সংগঠনের সভাপতি এম. এ. তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, ভূমিহীন দলের উপদেষ্টা ও বিএনপির সাবেক তথ্য ও গবেষণা উপদেষ্টা এহসানুল কবির, সাবেক সাংসদ আব্দুল গফুর ভূইয়া ও রাশেদা বেগম হীরা।
Advertisement