ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে সিলেটে মোদিবিরোধী মিছিলে লাঠিচার্জ করে আটক করা বাম সংগঠনের নেতাকর্মীদের ছেড়ে দিয়েছে পুলিশ।
Advertisement
বুধবার রাত ১০টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। এসময় বাম সংগঠনের নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
আটক সাত নেতাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ।
থানা থেকে ছাড়া পাওয়ারা হলেন, বাম গণতান্ত্রিক জোটের সিলেটের সমন্বয়ক, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক উজ্জ্বল রায়, ছাত্রফ্রন্টের সিলেট মহানগর আহ্বায়ক সঞ্জয় কান্তি দাস, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের নেতা মনীষা ওয়াহিদ, ছাত্রফ্রন্টের সিলেট জেলার সাধারণ সম্পাদক সাদিয়া জাহান নৌশিন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট মহানগরের নেতা ফাহিম চৌধুরী, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার রেজাউর রহমান রানা ও বাসদ জেলা সদস্য মিজু আহমেদ।
Advertisement
এর আগে বুধবার (২৪ মার্চ) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বাম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের লাঠিচার্জ ও দু’পক্ষের সংঘর্ষের পর দুই নারীনেত্রী ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক উজ্জ্বল রায়সহ সাতজনকে আটক করে পুলিশ। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ব্যানার ছিঁড়ে ফেলে।
এ সময় পুলিশ মিছিলে লাঠিচার্জ করলে উদীচী সিলেটের নেতা সন্দ্বীপন রায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্ট্রের সভাপতি জুয়েল আহমদ, ছাত্র ইউনিয়ন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক কাউসার আহমদসহ বাম গণতান্ত্রিক জোটের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।
ছামির মাহমুদ/এফএ/এমএস
Advertisement