দেশজুড়ে

নারায়ণগঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ৮২, মৃত্যু ৪

নারায়ণগঞ্জে প্রতিনিয়ত বাড়ছে করোনার প্রকোপ। বুধবার (২৪ মার্চ) নতুন করে ৮২ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৯৪৭৯ জন করোনা পজেটিভ।

Advertisement

নারায়ণগঞ্জের খানপুরস্থ তিনশ শয্যা বিশিষ্ট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চার করোনা রোগীর মৃত্যু হয়েছে। দুই জনের করোনা পজিটিভ ও দুইজনের করোনা সাসপেক্টে মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালের আইসিইউ ইউনিটে গুরুতর অবস্থায় ছয়জন চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (২৪ মার্চ) খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার করোনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

করোনায় মারা যাওয়াদের মধ্যে রয়েছে, ফতুল্লার পশ্চিম দেওভোগ বাসিন্দা মো. সোলাইমান (৭০), সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার হিরাঝিলের বাসিন্দা রোকেয়া বেগম (৬০), আমীর হোসেন (৭৩), ফজলুল হক (৫৭)।

Advertisement

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার জানান, হাসপাতালে গত দুই দিনে (২৩ ও ২৪ মার্চ) দুইজন করোনায় আক্রান্ত হয়ে ও দুইজন করোনার সাসপেক্টে মারা গেছে। বর্তমানে আইসিউ ইউনিটে ছয়জন ও সাধারন ইউনিটে ৩৮ জন করোনার রোগী চিকিৎসা নিচ্ছেন। করোনার পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে শঙ্কা করে নারায়ণগঞ্জের সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়ে ডা. আবুল বাসার।

মো. শাহাদাত হোসেন/এএইচ/এএসএম