খুলনা মেডিকেল কলেজ ও খুলনা জেলার সকল হাসপাতালে ২৬ মার্চ পর্যন্ত করোনার নমুনা সংগ্রহ বন্ধ থাকবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে নিরাপত্তার কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের করোনা পরীক্ষার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
Advertisement
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের করোনা পরীক্ষার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খুলনা জেলার ডেপুটি সিভিল সার্জন মো. সাঈদুল ইসলাম বলেন, প্রায় হাজারের অধিক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের করোনা পরীক্ষার জন্য ২৬ মার্চ পর্যন্ত সাধারণ ও বিদেশেগামীদের করোনা পরীক্ষা বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের লোকজন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের নিরাপত্তাসহ অন্যান্য কাজে যুক্ত থাকবেন এজন্য অগ্রাধিকার ভিত্তিতে তাদের পরীক্ষা করা হচ্ছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা ইসলাম বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির অনুষ্ঠানে নিরাপত্তা কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা পরীক্ষা করছি। আগামী দুই দিন এটি চলবে। ২৭ মার্চ থেকে সাধারণ মানুষ আবারও করোনা পরীক্ষা করাতে পারবেন। জরুরি ক্ষেত্রে যশোর ও কুষ্টিয়ায় করোনা পরীক্ষার জন্য অনুরোধ করছি।
Advertisement
আলমগীর হান্নান/এএইচ/এমএস