জাতীয়

টিকাগ্রহীতা অর্ধকোটি ছাড়াল, নিবন্ধন সাড়ে ৬৪ লাখ

দেশব্যাপী চলমান টিকাদান কার্যক্রমে সাড়া দিয়ে এ পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৬৪ লাখ ৬৭ হাজার ৭৮৯ জন। এরমধ্যে টিকাগ্রহণ করেছেন ৫০ লাখ ৬৯ হাজার ৪৯ জন। তাদের মধ্যে পুরুষ ৩১ লাখ ৬৮ হাজার ৯৯৪ জন এবং নারী ১৯ লাখ ৫৫ জন। আর বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৯২৩ জন।

Advertisement

বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৮১৭ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ২৬৬ জন ও নারী ৩৪ হাজার ৫৫১ জন। বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন তিনজন।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, মোট টিকাগ্রহণকারী মধ্যে ঢাকায় ১৫ লাখ ৮০ হাজার ১৭২ জন, ময়মনসিংহে দুই লাখ ৩৪ হাজার ৯৪৪ জন, চট্টগ্রামে ১০ লাখ ২৭ হাজার ৩৮০ জন, রাজশাহীতে পাঁচ লাখ ৬৯ হাজার ৭৪৪ জন, রংপুরে পাঁচ লাখ ১২ হাজার ৬১৭ জন, খুলনায় ছয় লাখ ৫৪ হাজার ৮৯৭ জন, বরিশালে দুই লাখ ২৭ হাজার ৭৪ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ৬২ হাজার ২২১ জন টিকা নিয়েছেন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২২ হাজার ৮১ জন, ময়মনসিংহ বিভাগে ছয় হাজার ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ হাজার ৪৬৭ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৫০২ জন, রংপুর বিভাগে ১২ হাজার ৭২৮ জন, খুলনা বিভাগে ৮ হাজার ৮৫৫ জন, বরিশাল বিভাগে দুই হাজার ৭০০ জন এবং সিলেট বিভাগে দুই হাজার ৩৪৩ জন টিকা নিয়েছেন।

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

এমইউ/এএএইচ/এএসএম

Advertisement