দেশজুড়ে

কৃষক হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

নেত্রকোনায় এক কৃষককে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১৩ জনকে বেখসুর খালাস দিয়েছেন নেত্রকোনার জেলা ও অতিরিক্ত দায়রা জজ আব্দুল হামিদের আদালত।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাও গ্রামের কৃষক আখতার আলীকে জমি সংক্রান্ত বিরোধে ১৯৯৮ সালের ২৫ নভেম্বর সকালে নাটোর জেলার শিবপুর থানার বড়াই গ্রামের তাহমিনা আক্তার (পলাতক), দুলাল মিয়া (পলাতক) হায়দার  মিয়া (পলাতক) চাঁন মিয়া ও রায়হান সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে গুলি করে হত্যা করেন।এ ঘটনায় নিহতের মেয়ে অরুনা খাতুন বাদী হয়ে ১৮ জনকে আসামি করে থানায় মামলা করলে পুলিশ ১৯৯৯ সালের ১২ এপ্রিল আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আদালত আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের বিরুদ্ধে এ রায় প্রদান করেন।কামাল হোসাইন/এমজেড/এমএস

Advertisement