মেহেরপুর সদর উপজেলার শালিকা ও গভিপুর গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে দুই গ্রামবাসীর সংঘর্ষ নিয়ন্ত্রণে আসলে শালিকা গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে গভিপুর গ্রামের মাঠের বিভিন্ন ফসলের ক্ষতি করে দুইটি শ্যালোমেশিনে আগুন দিয়ে চলে যায়।পুলিশ ও এলাকাবাসী জানান, গত শনিবার বিকেলে গুচ্ছগ্রামের মাঠে শালিকা ও গভিপুরের মধ্যে ফুটবল খেলা চলাকালীন দুই দলের সর্মথকদের মধ্যে হাতাহাতি হয়। এসময় দু’পক্ষের চারজন আহত হন। এরই জের ধরে সোমবার শালিকা গ্রামের এক নছিমন চালককে গভীপুর গ্রামের কিছু লোকজন মারধর করেন। পরে মঙ্গলবার সকালে গভিপুরের এক যুবককে শালিকা গ্রামের কয়েকজন পিটিয়ে আহত করেন। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে দুই গ্রামবাসী মসজিদের মাইকের মাধ্যমে ঘোষণা দিয়ে লোকজন ডেকে গভীপুর ও শালিকা গ্রামের মাঝখানের মাঠে অবস্থান নেন। এসময় দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জাগো নিউজকে জানান, বর্তমানে দুই গ্রামবাসীর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।আতিকুর রহমান টিটু/এমজেড/এমএস
Advertisement