জাতীয়

কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরা নিশ্চিতের নির্দেশ

জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দফতর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়।

Advertisement

এতে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দফতর বা সংস্থার প্রধানকে তার আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে করোনাভাইরাসে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৫৪ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭৭ হাজার ২৪১ জনে।

এ সময়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৭৩৮ জন।

Advertisement

আরএমএম/বিএ/এএসএম