কাবা শরিফের দুই ইমাম মহামারি করোনাভাইরাসের টিকা নিয়েছেন। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশের অন্য নাগরিকদের মতো নিয়ম মেনে এ টিকা গ্রহণ করেন তারা।
Advertisement
গতকাল ২৩ মার্চ কাবা শরিফের দুই ইমাম মহামারি করোনাভাইরাসের টিকা নেন। তারা হলোন- শায়খ ড. বন্দর বিন আব্দুল আজিজ আল-বালিলাহ ও শায়খ ড. ইয়াসির বিন রশিদ বিন হুসাইন আল-উদয়ানি আদ-দুসারি।
শায়খ ড. বন্দর আল-বালিলাহ তায়েফের স্বাস্থ্যকেন্দ্রে টিকা নিতে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। হারামাইন ডটইনফো তাদের ফেসবুক পেজে কাবা শরিফের দুই ইমামের করোনার টিকা নেয়ার খবর ও ছবি প্রকাশ করেন।
এর আগে কয়েক দিন আগে পবিত্র নগরী মক্কার হেলথ ক্লাস্টারের সিইও ড. দিলশান আলি আব্বাসের উপস্থিতিতে বাদশাহ আব্দুল্লাহ মেডিকেল সিটির করোনা ভ্যাকসিন সেন্টারে এসে টিকা নিয়েছেন দুই পবিত্র মসজিদের প্রধান ইমাম ও খতিব শায়খ আব্দুর রহমান আস-সুদাইসি।
Advertisement
উল্লেখ্য, সৌদি আরব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার দেশের নাগরিক ও দেশটিতে অবস্থানকারীদের মহামারি করোনায় যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন।
এমএমএস/এমএস