দেশজুড়ে

‘ডিম ভাজা’ না পেয়ে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের সালথায় খাবারের সঙ্গে দুটি ডিম ভেজে না দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মামুন শেখ (২২) নামের এক যুবক।

Advertisement

ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার (২৩ মার্চ) রাতে মৃতের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। মামুন শেখ উপজেলার মাঠ সালথা গ্রামের ছলিম শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রুমাল পেঁচানো অবস্থায় মামুনকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করতেন মামুন। দুপুরে খাবারের সঙ্গে দুটি ডিম ভাজা খেতে চেয়েছিল মায়ের কাছে। একটি ডিম ভেজে দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় রুমাল পেঁচিয়ে আত্মহত্যা করেন।

Advertisement

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) সুব্রত গোলদার বলেন, মামুন শেখের আত্মহত্যায় পরিবারের এবং গ্রামের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন হয়েছে।

এসজে/এএসএম