রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, হাজারীবাগ, কলাবাগানে বুধবারও (২৪ মার্চ) গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। গ্যাসের অভাবে রান্নাবান্না করতে পারছে না এসব এলাকার বাসিন্দারা।
Advertisement
হোটেল, রেস্টুরেন্টগুলোতে খাবার কিনতে মানুষের উপচে পড়া ভিড় লেগেছে। তবে কখন এই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা তিতাস গ্যাসের পক্ষ থেকে কেউ স্পষ্ট করে বলতে পারেনি।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, আমিন বাজারে সড়ক খোঁড়াখুঁড়ির সময় সোমবার (২২ মার্চ) রাতে মাটির গভীরে একটি পাইপ ফেটে গেছে। এতে লালমাটিয়া, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগানসহ আশপাশের এলাকায় এই সমস্যা দেখা দেয়। বুধবার (২৪ মার্চ) দুপুর দুইটা পর্যন্ত এই লাইন ঠিক করার কাজ চলছে।
তারা আরও জানায়, আজ রাত বারোটার মধ্যে এই কাজ শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Advertisement
এমএমএ/এআরএ/জেআইএম