বিনোদন

যেসব সিনেমা হলে মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদের স্ফুলিঙ্গ

একঝাঁক তারকাকে নিয়ে আসছে নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের সিনেমা 'স্ফুলিঙ্গ'। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক।

Advertisement

এটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৬ মার্চ।

করোনার এই মন্দার সময়ে ছবিটি প্রেক্ষাগৃহেই মুক্তি দিতে যাচ্ছেন তৌকীর৷ এরইমধ্যে নিশ্চিত হয়েছে সিনেমা হলও।

সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে দি অভি কথাচিত্র। এ প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভ জানান, 'স্ফুলিঙ্গ' মুক্তি পাবে ৩৫টি হলে। করোনা প্রাদুর্ভাবের পর এটাই কোনো সিনেমার সর্বোচ্চ হলে মুক্তির ঘটনা৷ যা সিনেমাপাড়ায় বেশ আশ জাগানিয়া সুর হয়ে বেজেছে।

Advertisement

এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, 'আমরা জেনেছি বর্তমানে সারাদেশে প্রেক্ষাগৃহের সংখ্যা ১০০-এর কম। তার মধ্যে অর্ধেকের বেশি বন্ধ আছে নানা কারণে। তার মধ্য থেকে আমরা ৩৫টি হলে সিনেমাটা দেখাতে পারবো এটাই আনন্দের৷ হল সংখ্যা আরও বাড়তে পারে।'

এখন পর্যন্ত চূড়ান্ত হওয়া হলের তালিকায় আছে - স্টার সিনেপ্লেক্সের পান্থপথ, সীমান্ত স্কয়ার ও মহাখালী শাখা, ব্লকবাষ্টার( যমুনা ফিউচার পার্ক), নারায়ণগঞ্জের সিনেস্কোপ, নিউ মেট্রো, ঢাকার শ্যামলী, আনন্দ, চিত্রামহল, সেনা অডিটরিয়াম, বি,জি,বি, সাভার শ্রীপুরের চন্দ্রিমা, জিঞ্জিরার নিউ গুলশান।

আরও আছে শাপলা - রংপুর, সোনিয়া - বগুড়া, রূপকথা - পাবনা, অভিরুচি- বরিশাল, নন্দিতা- সিলেট, বি,জি,বি - সিলেট, সিলভার স্ক্রিন - চট্টগ্রাম, সুগন্ধা- চট্টগ্রাম, পূরবী- ময়মনসিংহ, মডার্ন- দিনাজপুর, তামান্না- সৈয়দপুর, বনলতা- ফরিদপুর, মালঞ্চ - টাংগাইল, রাজিয়া- নাগরপুর, লিবার্টি-খুলনা, সংগীতা- খুলনা, চাঁদমহল- কাঁচপুর ইত্যাদি৷

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় নির্মিত 'স্ফুলিঙ্গ' চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে তরুণদের একটি ব্যান্ডকে ঘিরে। এখানে ব্যান্ডশিল্পী হিসেবে কাজ করেছেন শ্যামল মাওলা, জাকিয়া বারী মম। ছবিতে শ্যামলের বিপরীতে দেখা যাবে পরীমনিকে। আরও আছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল ইসলাম সাচ্চু, রওনক হাসানসহ আরও অনেকেই।

Advertisement

ছবির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন পিন্টু ঘোষ।

এলএ/জেআইএম