দেশজুড়ে

খুমেকে করোনায় একজনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকালে খুমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

Advertisement

করোনায় মৃত আবুল হাশেম (৪৫) ঝিনাইদহ সদরের আরাপপুর এলাকার বাসিন্দা মৃত সিরাজুল হকের ছেলে।

খুমেক হাসপাতালের আরএমও মো. মিজানুর রহমান জানিয়েছেন, ঝিনাইদহ সদরের আ. হাসেম গত ২২ মার্চ করোনা আক্রান্ত হয়ে খুমেকের করোনা ইউনিটে ভর্তি হন। তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে মঙ্গলবার (২৩ মার্চ) খুমেক ল্যাবে ২৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনার ১৩ জন রয়েছেন। অন্যদের মধ্যে সাতক্ষীরার ৩ জন, বাগেরহাটের ৫ জন এবং যশোর ও নড়াইলের একজন করে।

Advertisement

আলমগীর হান্নান/এফএ/জিকেএস