চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৬৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জনে।
Advertisement
বুধবার (২৪ মার্চ) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের ছয়টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২ হাজার ৩৯৭ নমুনা পরীক্ষা করে নতুন করে ২৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ২৪৩ জন এবং উপজেলার ২৬ জন।
জানা যায়, গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৮২ জন, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ৫৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে দুইজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।
Advertisement
এছাড়াও বেসরকারি শেভরণ হাসপাতাল ল্যাবে ৬৮ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২ জন ও ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৫২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
তবে এদিন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করে কেউ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
এআরএ/জেআইএম
Advertisement