দেশজুড়ে

মৌলভীবাজারে করোনায় একজনের মৃত্যু

করোনার দ্বিতীয় ধাপে মৌলভীবাজারে আরও একজনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে দু’দিনে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৩ মার্চ) রাত ১১টার দিকে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত দুই দিনে ৫৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফলাফলে ১৮ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে একজনের মৃত্যু হয়।

আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালে ১৪ জন, শ্রীমঙ্গলে ২ জন, কমলগঞ্জে ১ জন ও কুলাউড়ায় ১ জন। এরমধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

Advertisement

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯৮৪। সুস্থ রোগীর সংখ্যা ১৯১২। মৃত্যু হয়েছে ২৩ জনের।

সিভিল সার্জন জানান, ওই ব্যক্তি আগে থেকেই করোনা সন্দেহে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার নমুনা পাঠানোর পর পরীক্ষার ফলাফল আসার আগেই তার মৃত্যু হয়।

এফএ/জেআইএম

Advertisement