দেশজুড়ে

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতিসহ আটক ৪

জেলা বিএনপির সহ-সভাপতি ও মানিকগঞ্জ পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট আজাদ হোসেন খানকে নাশকতার মামলায় আটক করেছে পুলিশ। সোমবার রাতে শহরের একটি ওষুধের দোকান থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।আজাদ হোসেন খান পৌরসভায় বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে গত কয়েকদিন ধরে ব্যাপক গণসংযোগ চালাচ্ছিলেন। আজাদ হোসেন ছাড়াও সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে সিংগাইর থানায় তরিকুল ইসলাম, সাটুরিয়া থানায় মিজানুর রহমান, দৌলতপুর থানায় আব্দুল আলীম নামে আরো তিনজনকে আটক হয়। জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানা গেছে। আটকদের দুপুরে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক আব্দুল বাতেন।বি.এম খোরশেদ/এসএস/এমএস

Advertisement