আন্তর্জাতিক

দিল্লিতে উলফার সঙ্গে শান্তি আলোচনা

ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা’র সঙ্গে দেশটির সরকারের শান্তি আলোচনা শুরু হচ্ছে। মঙ্গলবার দিল্লিতে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। আসাম রাজ্যে তিন দশকেরও বেশি সময় ধরে সহিংস বিদ্রোহী তৎপরতা চালিয়ে আসছে উলফা। এ বিষয়ে একটি শান্তি চুক্তির খসড়া প্রণয়নের কাজ এ বৈঠক থেকে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।বৈঠকে উলফার নেতা অরবিন্দ রাজখোয়াসহ সংগঠনটির শীর্ষ নেতা ও সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন। বৈঠকেই একটি শান্তি চুক্তির খসড়া তৈরির প্রক্রিয়া শুরু হবে। এরপর সেটি নিয়ে আলোচনা এবং চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হবে। তবে এর আগেই উলফা, কেন্দ্রীয় সরকার, আসাম সরকার এবং মধ্যস্থতাকারীরা শান্তি আলোচনার বড় অংশটি সম্পন্ন করে ফেলেছেন।সম্প্রতি বাংলাদেশের কারাগারে বন্দী থাকা উলফার শীর্ষস্থানীয় নেতা অনুপ চেটিয়াকে ভারতে ফেরত দেয়া হয়। তবে বর্তমানে কারাগারে থাকা চেটিয়া বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানা গেছে। বিবিসি।এসআইএস/এমএস

Advertisement