একুশে বইমেলা

বইমেলায় ফারুক সুমনের নতুন ২ বই

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে কবি ও প্রাবন্ধিক ফারুক সুমনের নতুন দুটি বই। দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশ হয়েছে ভ্রমকাহিনি ‘ভ্রমণে অবাক অবগাহন’। প্রকাশনীর স্টলে (৫৫-৫৭) পাওয়া যাচ্ছে বইটি।

Advertisement

এছাড়া প্রবন্ধগ্রন্থ ‘শামসুর রাহমানের কাব্যস্বর’ প্রকাশ করেছে পুথিনিলয় প্রকাশনী। প্রকাশনীর ১০ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে।

বই দুটি সম্পর্কে ফারুক সুমন বলেন, ‘আমাদের স্বল্পায়ুর জীবনে পৃথিবী নামক বইয়ের অনেক অজানা বিস্ময় অদেখাই থেকে যায়। নানা ধরনের সীমাবদ্ধতায় ভ্রমণ করা সম্ভব হয়ে ওঠে না।’

তিনি বলেন, ‘তবে আমরা চাইলে পৃথিবী নামক বইয়ের খোঁজ কিছুটা হলেও পেতে পারি ভ্রমণবিষয়ক বই পড়ে। ‘ভ্রমণে অবাক অবগাহন’ বইটি পড়ে পাঠক অবাক অবগাহনের সুযোগ পাবেন।’

Advertisement

লেখক বলেন, ‘শামসুর রাহমানের কাব্যস্বর’টি প্রবন্ধগ্রন্থ। ব্যক্তি শামসুর রাহমান এবং তাঁর কবিতার নানা প্রবণতা সম্পর্কে আগ্রহীজন বইটি পড়ে উপকৃত হবেন।’

তিনি আশা করেন, ‘দেশে-বিদেশে বাংলা ভাষাভাষি মানুষের কাছে বইটি সমাদৃত হবে। বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগে বইটি রেফারেন্স বা সহায়ক বই হিসেবে উপকারে আসতে পারে।’

এসইউ/জিকেএস

Advertisement