দেশজুড়ে

আপিলেও বৈধতা পেল আফজালের প্রার্থিতা

ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আফজাল হোসেনের প্রার্থিতা অবৈধ ঘোষণার দাবিতে জেলা প্রশাসকের কাছে করা আপিল খারিজ করা হয়েছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মো. লিয়াকত আলী তালুকদার এ আপিল আবেদন করেন।

Advertisement

সোমবার (২২ মার্চ) বিকেল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আপিল শুনানি শেষে আবেদন খারিজ করে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। আপিলকারী আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ স ম মোস্তাফিজুর রহমান মনু শুনানিতে অংশ নেন। স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন এসময় উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ লিয়াকত আলী তালুকদারের পক্ষে রোববার আপিল আবেদন করেন তার আইনজীবী পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নান রসুল ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ স ম মোস্তাফিজুর রহমান মনু।

দায়েরকৃত আপিল সূত্রে জানা যায়, ঝালকাঠি পৌরসভার মেয়র পদে নির্বাচন করার জন্য গত ১৭ মার্চ রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. লিয়াকত আলী তালুকদার। পরদিন মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মেয়র আফজাল হোসেন রানা।

Advertisement

গত ১৯ মার্চ যাচাই-বাছাইয়ের দিন আফজাল হোসেন রানার দাখিলকৃত হলফনামায় অনেক ভুল এবং মিথ্যা তথ্য রয়েছে উল্লেখ করে তার মনোয়নপত্র বাতিলের দাবি জানান লিয়াকত আলী তালুকদার।

আফজাল হোসেন জানান, রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়া মনোনয়নপত্রের সকল কাগজপত্র সঠিকভাবেই পূরণ করে জমা দেয়া হয়েছে। জেলা প্রশাসক মো. জোহর আলী সোমবার বিকেলে আপিল আবেদনের শুনানিতে যাচাই-বাছাই শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশা করেন তিনি।

জেলা প্রশাসক ও পৌরসভা নির্বাচনের আপিল কর্তৃপক্ষ মো. জোহর আলী বলেন, ‘সোমবার আপিলের শুনানিতে সবার বক্তব্য শুনে এবং কাগজপত্র যাচাই-বাছাই করে কোনো ত্রুটি না থাকায় মেয়র প্রার্থী আফজাল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’

মো. আতিকুর রহমান/এসজে/এএসএম

Advertisement