আইন-আদালত

বসুরহাটে সংঘর্ষ : আরও ৭২ জনের আগাম জামিন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ক্ষমতাসীন দলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা পৃথক দুই মামলায় আরও ৭২ জনকে জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

Advertisement

বসুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, চর পার্বতী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক কামরুল ও চরফকিরা ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিনসহ বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত এ ৭২ জনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত।

নেতা-কর্মীদের পক্ষে পৃথক পৃথক ৮টি জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (২২মার্চ) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতে এদিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফরহাদ আহমেদ ও ব্যারিস্টার এস এস আরেফিন জুন্নুন।

Advertisement

সংঘর্ষের ঘটনার পর গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল এবং এস আই মাহফুজুর রহমান ২২ ফেব্রুয়ারি মামলা দুটি করেন।

এর আগে হাইকোর্ট গত ১৮ মার্চ ১০৭ জনকে জামিন দিয়েছিলেন এর মধ্যে বর্তমান মেয়র আবদুল কাদের মির্জার পক্ষের ছিলেন ৯ জন। অপরপক্ষের ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানসহ ৯৮ জন।

এফএইচ/এসএস/এমএস

Advertisement