মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে জাহানারা আলমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাছাইপর্বে ‘এ’ গ্রুপে খেলবে বাংরাদেশ নারী দল।আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে ৬ ডিসেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। গ্রুপে বাংলাদেশ নারী দলের প্রতিপক্ষ থাইল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি।বাংলাদেশের ম্যাচ রয়েছে ২৮ ও ২৯ নভেম্বর এবং ১ ডিসেম্বর। এসব ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে থাইল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি।এ ছাড়া ৩ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল। ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। একইদিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও অনুষ্ঠিত হবে।বাংলাদেশের প্রমীলা ক্রিকেট দল : জাহানারা আলম (অধিনায়ক), আয়শা রহমান (সহ-অধিনায়ক), সালমা খাতুন, পান্না ঘোষ, রুমানা আহমেদ, লতা মণ্ডল, রিতু মনি, নিগার সুলতানা, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, নাহিদা আক্তার ও শায়লা শারমিন।বিএ
Advertisement