দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মৌলিক ও মানবাধিকার আগেই ভুলুণ্ঠিত হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে। আইন-আদালতও এখন শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণে। শাসকগোষ্ঠী দেশে এক শ্বাসরুদ্ধ অবস্থার সৃষ্টি করেছে।সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, বর্তমান বিনা ভোটের সরকার বিরোধীদলের কর্মী ও নেতৃবৃন্দের নামে বানোয়াট, ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সারাদেশে গত কয়েক সপ্তাহেই এ ধরনের মিথ্যা মামলায় প্রায় তিন সহস্রাধিক নেতা-কর্মীকে নতুন করে আটক করা হয়েছে। আইন আদালতের প্রতি সম্মান দেখিয়ে আমাদের নেতা-কর্মীরা আদালতে আত্মসমর্পণ করলেও- তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়ার ঘটনা এখন সরকার রেওয়াজে পরিণত হয়েছে।বিএনপি চেয়ারপারসন সারাদেশে প্রতিদিন যে গণগ্রেফতারের ঘটনা ঘটছে- তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি আটক বিরোধীদলীয় সকল কর্মী ও নেতৃবৃন্দের আশু মুক্তি দাবি করেন এবং সকল প্রকার হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।এমএম/বিএ
Advertisement