সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের দিন রোববারের থেকে লেনদেন কমেছে ১৪৭ কোটি ৯৮ লাখ টাকা। মোট ৩০২ টি কোম্পানির ১৫ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ৩৫০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৭০৯ কোটি ৭৭ লাখ ১৪ হাজার ৫০৯ টাকা।ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের ২৩ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৪ দশমিক ৭১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭ দশমিক ৯১ পয়েন্ট কমে ১ হাজার ৮০৭ দশমিক ৪৫ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৯ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১ হাজার ১৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসই বলছে, লেনদেনকৃত ৩০২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম।লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- ওয়েস্টার্ন মেরিন, ডেসকো লিঃ, বরকতউলাহ ইলেকট্রনিক্স, কেয়া কসমেটিক্স, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট এলায়েন্স, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, শাহাজীবাজার পাওয়ার ও যমুনা অয়েল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ওরিয়ন ইনফিউশন, ফার্মা এইড, ঢাকা ডাইয়িং, অগ্নি সিস্টেম, গোল্ডেন হারভেষ্ট, ১ম আইসিবি, এনভয় টেক্সটাইল, আইসিবি, সোনালি আঁশ ও ফু-ওয়াং ফুড।অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ওয়েস্টার্ন মেরিন, প্যারামাউন্ট টেক্সটাইল, অলটেক্স ইন্ডাঃ, সুহৃদ টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, সামিট এলায়েন্স পোর্ট, কেপিপিএল, ইবিএল এনআরবি মি. ফা., আলহাজ্ব টেক্সটাইল ও স্ট্যান্ডার্ড সিরামিকস।
Advertisement