রাজনীতি

করোনায় শ্রমিক দল নেতা ফজলুল হক মোল্লার মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা মো. ফজলুল হক মোল্লা মারা গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন।

Advertisement

প্রিন্স জানান, ফজলুল হক মোল্লা করোনা রোগে আক্রান্ত হয়ে রোববার (২১ মার্চ) দুপুরে রাজধানীর ইমপালস্ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন।

তিনি কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

ফজলুল হক মোল্লার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Advertisement

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ফজলুল হক মোল্লার মৃত্যুতে আমি তার শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।

কেএইচ/এমআরআর/এমকেএইচ