বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে তার জ্বর কমতে শুরু করেছে এবং খাবারের রুচি কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
Advertisement
রোববার (২১ মার্চ) সকালে তিনি এ তথ্য জানান।
রফিকুল ইসলাম বলেন, ‘এটাকে খুব একটা উন্নতি বলা যাবে না।’
বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর গত বুধবার তার করোনা টেস্ট করলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন।
Advertisement
কেএইচ/এমএইচআর/এমএস