দেশজুড়ে

স্বজনের লাশ রেখেই চলে গেল তারা

বিলুপ্ত ছিটমহলের ভারতগামী স্বজনদের বিদায় জানাতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন দাদি-নাতনী। সোমবার দুপুর আড়াইটায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নীলফামারীর ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্পের সামনে। ভোগডাবুড়ি বিজিবি বাজার সংলগ্ন বুধারু মামুদের স্ত্রী কোহিনুর বেগম (৫৫) ভ্যানযোগে নাতনী সুমাইয়া আক্তার মনিকে (৮) নিয়ে চিলাহাটি-হলদীবাড়ী চেকপোস্টে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন। পুলিশ জানায়, বিলুপ্ত ছিটমহলের নাগরিকরা সাতটি ট্রাকে মালামাল নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছিটকে পড়ে কোহিনুর বেগম। এ সময় কোহিনুরের মাথার মগজ ক্ষত-বিক্ষত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। কোহিনুরের সঙ্গে থাকা নাতনী সুমাইয়া আক্তরের আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বোড়াগাড়ী হাসপাতালে ভর্তি করে। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে হস্তান্তর করা হয়।ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকগুলো আটকে রাস্তা অবরোধ করে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকগুলো আটক করলেও পুলিশ ও বিজিবির সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাহেদুল ইসলাম/এআরএ/পিআর

Advertisement