খেলাধুলা

সাকিবদের লক্ষ্য ১৫৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)চতুর্থ ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহ দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পেয়েছে বরিশাল বুলস। মাত্র ১৫ রানে প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পরা দলটিকে পথ দেখান মাহমুদউল্লাহ এবং নাদিফ চৌধুরী। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে তারা।সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বরিশাল বুলস। ম্যাচের দ্বিতীয় ওভারেই থিসারা পেরেরার শিকারে সাজঘরের পথ ধরেন রনি তালুকদার। উইকেটের পেছনে মোহাম্মদ মিথুনের গ্লাভসবন্দি হয়ে ফেরেন রনি (১)। একই ওভারে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শাহরিয়ার নাফিসকে বিদায় করেন পেরেরা।পরের ওভারে মোহাম্মদ মিথুনের গ্লাভসবন্দি করে ব্রেন্ডন টেইলরকে সাজঘরে ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। চতুর্থ ওভারে সাব্বিরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে নিজের তৃতীয় শিকারে পরিনত করেন পেরেরা। ফলে মাত্র ১৫ রানে ৪ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে যায় বরিশালের দলটি।পঞ্চম উইকেট জুটিতে নাদিফ চৌধুরীকে নিয়ে ইনিংস মেরামতের কাজ করেন দলীয় অধিনায়ক মাহমুদউল্লাহ। ৮২ রানের দারুণ এক জুটি গড়ে দলকে ভালো সংগ্রহের পথে নিয়ে যান। তবে ১৬তম নিজের দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে ওভারে ভয়ংকর হয়ে ওঠা দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দারুণ ভাবে রংপুরকে খেলায় ফিরিয়ে আনেন সাকিব। মাহমুদউল্লাহ এবং নাদিফ দুইজনকেই পেরারার ক্যাচে পরিনত করে সাজঘরে ফেরান এই বিশ্বসেরা অলরাউন্ডার।দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন মাহমুদউল্লাহ। ৪৩ বলে ৫টি চার এবং ১টি ছক্কার সাহায্যে তিনি এই রান করেন। নাদিফ ৩১ বলে ৩০ রান করেন। শেষ দিকে মোহাম্মদ সামি এবং কেভিন কুপারের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান করে বরিশাল। সামি ৫ বলে ১৫ এবং কুপার ১৩ বলে ২১ রান করেন। রংপুর রাইডার্সের পক্ষে ২৩ রানে ৩টি উইকেট নেন সাকিব। এছাড়া পেরেরাও ৩টি উইকেট নেন ২৯ রানে।আরটি/এমআর

Advertisement