যশোরে অভিযান চালিয়ে স্যান্ডেলে করে পাচারকালে সাড়ে চার কেজি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।
Advertisement
শনিবার (২০ মার্চ) দুপুরে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে স্বর্ণসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাজবাড়ি সদরের হোগলাডাঙ্গি গ্রামের আব্দুল গনি মিজির ছেলে মো. হোসেন মিজি (৩৭) ও বালিয়াকান্দি উপজেলার খালখোলা গ্রামের বাহাদুর মণ্ডলের ছেলে আক্তার হোসেন মণ্ডল (৩০)।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, দুপুরে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় শরীয়তপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ফেম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। অভিযানকালে সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি করে পায়ের স্যান্ডেলে লুকানো অবস্থায় চার কেজি ৫৪০ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার জব্দ করা হয়।
Advertisement
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, উক্ত স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে মাধ্যমে পার হয়ে বেনাপোলগামী ফেম পরিবহন বাসে উঠেছিল। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা।
মিলন রহমান/এএইচ/জিকেএস