ক্যাম্পাস

জাবিতে ৪১তম ব্যাচের সাংস্কৃতিক উৎসব শুরু

`Let’s dream a dream together’ ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপি সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। সোমবার এ অনুষ্ঠান শুরু হয়।উৎসবের প্রথম দিন সোমবার বিকেল পাঁচটায় ক্যাফেটেরিয়া চত্ত্বরে ফানুস উৎসব এবং সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে ৪১তম ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার ৪১তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে সকালে র্যালি এবং রাতে নৈশভোজ ও ক্যাম্পফায়ারের আয়োজন করা হয়েছে। উৎসবের তৃতীয় ও শেষদিন বুধবার সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ এর পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হবে।তিন দিনব্যাপি এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ড. এনামুর রহমান। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ‘ড্যান কেক’ এবং কো-স্পন্সর হিসেবে থাকছে রকমারি.কম, ইন-টাচ রেস্টুরেন্ট, পেট্রিগাজ।এর আগে চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে চলচ্চিত্র উৎসব এবং টেন্ট বানানোর কাজ সম্পন্ন করা হয় বলে জানানো হয়। উৎসবে নিবন্ধনের জন্য ৪১তম ব্যাচের শিক্ষার্থীদের জনপ্রতি ৩০০ টাকা করে চাঁদা নির্ধারণ করা হয়।হাফিজুর রহমান/এসকেডি/পিআর

Advertisement