দেশজুড়ে

‘শুধু ধর্মের সাথে নয় রাজনীতির সাথেও সম্পৃক্ত হতে’

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে শুধু ধর্মের সাথে সম্পৃক্ত না হয়ে হিন্দুদের রাজনীতির সাথেও সম্পৃক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

Advertisement

শুক্রবার (১৯ মার্চ) যশোরের বেনাপোলে নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর পাটবাড়ি আশ্রমে নির্মাণাধীন মন্দির ও নাটমন্দির কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মনে রাখতে হবে এদেশ আমাদের সকলের। তাই সকল রাজনীতি-অর্থনীতি সামাজিক অনুষ্ঠানের দায়িত্ব-কর্তব্যও আপনাদের।’

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ স্বাধীনের আগে এদেশে হিন্দুরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু এর উত্তরণ ঘটিয়েছেন। তিনি এ দেশে সকল ধর্ম-বর্ণের ও পথ-মতের মানুষদের একত্রিত করে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন।’

Advertisement

তিনি আরও বলেন, ‘জাতির জনকের মৃত্যুর পর খুনি মোশতাক, জিয়া, খালেদারাও হিন্দুদের উপর অন্যায়-অত্যাচার ও জুলুম-নির্যাতন করেছেন। বাধ্য হয়েছে অনেক হিন্দু দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে।’

হরিদাস ঠাকুর পাটবাড়ি আশ্রমের সভাপতি তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর (শার্শা-১) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, হিন্দু কল্যাণ ট্রাষ্টির শ্যামল সরকার, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলীম রেজা, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, যুগ্ম সম্পাদক তপন ঘোষাল, সাংগঠনিক সম্পাদক বৈদ্যনাথ দাস, পাটবাড়ি আশ্রম পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা অঞ্জলি রানী দাস প্রমুখ।

মো. জামাল হোসেন/আরএইচ/জেআইএম

Advertisement