নতুন ই-মেইল কোম্পানি চালু করলেন ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজি (এমআইটি) ও ড্রপবক্সের কর্মীরা। ইনবক্স নামের প্রতিষ্ঠানটি ই-মেইল সেবার পাশাপাশি ডেভেলপারদের এ সংক্রান্ত বিভিন্ন অ্যাপ তৈরিতেও সাহায্য করবে। খবর টেকক্রাঞ্চমিকায়েল গ্রিনিচ ও ক্রিস্টিন স্প্যাং যৌথভাবে এ ইনবক্স প্রতিষ্ঠা করেন। সংশ্লিষ্টদের জানানো তথ্যমতে, প্রতিষ্ঠানটি বর্তমানের চেয়ে আরও উন্নত ই-মেইল সেবা প্রদান করবে। সম্প্রতি গুগল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন ই-মেইল সেবা চালুর ঘোষণা দেয়। জিমেইল এপিআই নামে এ সেবার মাধ্যমে ই-মেইল ব্যবহারের পাশিপাশি সংশ্লিষ্ট বিভিন্ন টুলসও তৈরি করা সম্ভব হবে। এতে ই-মেইল সেবা আগের তুলনায় আরও অনেক সহজ হবে।বিশ্লেষকদের মতে, গুগলকে অনুসরণ করেই নতুন সেবাটি আনা হয়েছে। গুগলে ই-মেইল সেবার পাশাপাশি বিজ্ঞাপন খাতকে প্রাধান্য দিলেও ইনবক্স শুধু সেবার ওপরই গুরুত্ব দেবে বলে প্রতিষ্ঠানটির সাইটে জানানো হয়। সেখানে বলা হয়, ইনবক্স একটি ই-মেইল কোম্পানি আর গুগল বিজ্ঞাপনভিত্তিক কোম্পানি। আমরা সবসময় সেবার ওপরই বেশি প্রাধান্য দেব। ইনবক্সের সেবা হঠাত্ করে কখনই বন্ধ হবে না। আমরা নিরবচ্ছিন্নভাবে গ্রাহকদের সেবা প্রদান করে যাব।বিভিন্ন অ্যাপের মাধ্যমে ই-মেইল সেবাকে আরো আকর্ষণীয় ও সহজ করার লক্ষ্যে ইনবক্স কাজ করবে বলে জানানো হয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটির ভাণ্ডারে অনেক অ্যাপ জমা হয়েছে। এ অ্যাপগুলো দিয়ে ই-মেইল সেবার রূপই বদলে দেয়ার পরিকল্পনা করছে ইনবক্স। ধারণা করা হচ্ছে, ইনবক্সের ই-মেইল সেবা বর্তমানে প্রচলিত সেবাগুলোর চেয়ে অনেকটাই ভিন্ন হবে। তাই এ সেবাকে অনেক বিশ্লেষক পরবর্তী প্রজন্মের ই-মেইল সেবা বলেও আখ্যায়িত করছেন।
Advertisement
এছাড়া ইনবক্স জিমেইল, ইয়াহু, মাইক্রোসফট এক্সচেঞ্জসহ আরও বেশ কিছু ই-মেইল সেবার সঙ্গে কাজ করবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।