ফরিদপুরের সালথা উপজেলায় আব্দুল্লাহ মীর (১৩) নামের এক মাদরাসাছাত্র নিখোঁজের চারদিনেও সন্ধান মেলেনি। গত সোমবার (১৫ মার্চ) দুপুরের দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় আব্দুল্লাহর মা শিউলি বেগম সালথা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
Advertisement
আব্দুল্লাহ মীর সালথা আলিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। সে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের ওহিদ মীরের একমাত্র ছেলে।
নিখোঁজ ছাত্রের বাবা-মা জানান, ঘটনার দিন নিজেদের ক্ষেতের পেঁয়াজ উঠানোর কাজে যেতে বললে কাজে না যাওয়ায় তাকে গালমন্দ করা হয়। এতে সে রাগান্বিত হয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এ ঘটনার পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিচিত বন্ধু-বান্ধব ও আত্বীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেয়া হয়েছে কিন্তু কেউ তার সন্ধান দিতে পারেননি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ আব্দুল্লাহর মা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে।
Advertisement
এসআর/এমএস