চাঁদপুরে বেড়েছে করোনা সংক্রমণ। এর মধ্যে বৃহস্পতিবার (১৮ মার্চ) জেলায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১৪ জন। চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো.শাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
Advertisement
এদিকে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে মোট ৭৭টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এদের মধ্যে ১৪ জনের পজেটিভ এবং বাকী নেগেটিভ আসে।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, হাজীগঞ্জে একজন, কচুয়ায় একজন ও শাহরাস্তিতে তিনজন।
এছাড়া জেলায় করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দুই হাজার ৯শ’ ২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭৫৮ জন। আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮৯ জন।
Advertisement
জেলায় এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৪শ’ ৮৯টি। রিপোর্ট এসেছে ১৮ হাজার ৩শ’ ৯৬টি।
জেলায় মোট ২৯শ’ ২০ জন আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ১২৭৮, ফরিদগঞ্জে ৩১৭, মতলব দক্ষিণে ৩০৯, শাহরাস্তিতে ২৬৭, হাজীগঞ্জে ২৫২, হাইমচরে ১৭৬, মতলব উত্তর ২১৩ ও কচুয়ায় ১০৮ জন।
মৃত্যুবরণকারী মোট ৮৯ জনের মধ্যে চাঁদপুর সদরে ২৯, ফরিদগঞ্জে ১৪, মতলব দক্ষিণে ৪, শাহরাস্তিতে ৭, হাজীগঞ্জে ১৭, হাইমচরে ১, মতলব উত্তরে ১১ ও কচুয়ায় ৬ জন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, করোনা প্রাদুর্ভাব রোধে মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসন কাজ করছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে।
Advertisement
এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অবাধে চলাফেরা ও মাস্ক ছাড়া বাইরে বের হতে মানা করেছেন সচেতন মহল।
নজরুল ইসলাম আতিক/জেডএইচ