ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন জেলার ১৮ মাদক ব্যবসায়ী। এ উপলক্ষে সোমবার দুপুরের শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে ১৮ মাদক ব্যবসায়ীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদেরকে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে মাদক ছেড়ে দেয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। পরবর্তীতে কয়েকজন মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসতে জেলার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। মাদক ব্যবসায়ীরা নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাওয়ায় জেলা পুলিশ তাদেরকে স্বাগত জানিয়েছে। তবে কেউ যদি পুলিশের এই সুযোগকে দুর্বলতা মনে করেন এর অপব্যবহার করেন তাহলে ডাকাতদের বিরুদ্ধে যেমন পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ হয় ঠিক সেইভাবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও যুদ্ধ করা হবে।এসময় পুলিশ সুপার স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক ব্যবসায়ীদেরকে পুর্নবাসনে ও মাদক ব্যবসা প্রতিরোধে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সফিকুল ইসলাম, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান, বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল পাশা প্রমুখ।পরে আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য জেলার ১৮ মাদক ব্যবসায়ীকে ফুল দিয়ে স্বাগত জানান। এছাড়া মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত মুঠোফোনের সিম কার্ডগুলো জব্দ করে জেলা পুলিশের পক্ষ থেকে নতুন সিম কার্ড সরবরাহ করার ঘোষণা দেওয়া হয়।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর
Advertisement