দেশজুড়ে

রসমালাই খেয়ে একই পরিবারের ৩ জন অসুস্থ

ফরিদপুর জেলার বোয়ালমারীতে রসমালাই খেয়ে একই পরিবারে শিশুসহ তিন সদস্য অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৭ মার্চ) উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

এদের মধ্যে তানজিলা বেগম (৩০) ও তুলনা রহমান (৫) নামের দুজনকে বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোরে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অসুস্থ তানজিলার স্বামী লুৎফার রহমান বলেন, ‘আমার ছেলে ফয়সাল রহমান (১৫) ঘটনার দিন বিকেলে বোয়ালমারী বাজারের গাংচিল বিরিয়ানি হাউজের মালিক উজ্জ্বল বিশ্বাসের কাছ থেকে ৩০০ গ্রাম রসমালাই কেনে। বাড়িতে এনে তা খাওয়ার পর স্ত্রী তানজিলা বেগম, ছেলে ফয়সাল ও মেয়ে তুলনা অসুস্থ হয়ে পড়েন। তারা পেটব্যথা, বমিসহ নানা জটিলতায় আক্রান্ত হন।’

প্রথমে তাদেরকে স্থানীয় বাইখির চৌরাস্তা বাজারের গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে সাধারণ চিকিৎসা দেয়া হয়। এতে ছেলে ফয়সাল সুস্থ হয়। কিন্তু তানজিলা ও মেয়ে তুলনার অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার ভোরে তাদেরকে বোয়ালমারী হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, রোগীরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে কোন খাবার থেকে এটা হয়েছে, তা বলা যাচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে গাংচিল বিরিয়ানি হাউজের মালিক উজ্জ্বল বিশ্বাস দাবি করেন, দোকান থেকে ভালো রসমালাই দেয়া হয়েছে। অন্য কোনো খাবার থেকে এই বিষক্রিয়া হতে পারে।

এসআর/জিকেএস

Advertisement