নোয়াখালীতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় পিবিআইয়ের আরও ১২ জনকে গ্রেফতার দেখানোর দাখিলকৃত আবেদন মঞ্জুর করেছেন আদালত।
Advertisement
বৃহস্পতিবার নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম মোসলেহ উদ্দিন মিজান এ আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী অফিসার পিবিআইয়ের পরিদর্শক মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, গত কয়েকদিন ধরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন মামলায় বেশ কিছু আসামিকে গ্রেফতার করে। তাদের মধ্যে বিভিন্ন তথ্য প্রমাণে ১২ জন আসামিকে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতার দেখাতে আদালতে আবেদন করলে আদালত সেটি মঞ্জুর করেন।
তিনি আরও জানান, এর আগে গত ৭ মার্চ বসুরহাট পৌর এলাকা থেকে বেলাল হোসেন নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়। তিনদিন রিমান্ড শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে এ মামলায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হলো।
Advertisement
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাটে বিকেলে আবদুল কাদের মির্জা ও বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষে পেশাগত কাজ পালনকালে গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। তার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বাবা নোয়াব আলী মাস্টার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেয়া হয়।
মিজানুর রহমান/এফএ/জিকেএস
Advertisement