বুধবার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হওয়ায় শঙ্কার মুখে পড়ে গিয়েছিল রাকিব হোসেনের নেপাল যাত্রা। তবে আজ (বৃহস্পতিবার) পাওয়া নতুন পরীক্ষার ফলে নেগেটিভ হয়েছেন চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলা এ উইঙ্গার।
Advertisement
ফলে তাকে নিয়েই নেপাল যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এদিকে রাকিব নেগেটিভ হলেও, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ডিফেন্ডার রহমত মিয়া।
বুধবার করা কোভিড-১৯ পরীক্ষার ফল পাওয়া গেছে আজ সকালে। যেখানে দেখা গেছে, রহমত মিয়া ব্যতীত বাকি সবাই করোনা নেগেটিভ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে জানানো হয়েছে এ খবর।
বাফুফে আরও জানিয়েছে, আগামী ২০ তারিখ (শনিবার) পুনরায় রহমত মিয়ার কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। সেই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে ২২ তারিখ (সোমবার) একাই নেপালের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
Advertisement
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় জাতীয় ফুটবল দল নেপাল যাবে। দলের এক ফুটবলার রেখেই বাকিরা উড়াল দেবেন নেপালের উদ্দেশ্যে। নেপাল যাওয়ার পর হোটেলে পুনরায় দলের সবাইকে করোনা পরীক্ষা করানো হবে।
আরআই/এসএএস/এএসএম