দেশজুড়ে

ফিল্মি স্টাইলে চালক-হেলপারকে আটক করলো পুলিশ

এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ফিল্মি স্টাইলে চাকায় গুলি করে পিকআপ চালক ও হেলপারকে আটক করলো পুলিশ। পরে এ ঘটনায় আহত পিকআপ চালককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে শহরের চারমাথা এলাকায় একটি পিকআপ অজ্ঞাত এক পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পথচারী মারা যায়। এসময় ঘটনাস্থলের পাশেই অবস্থানরত সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান দ্রুত বিভিন্ন জায়গায় ওয়ারলেস ম্যাসেজ পাঠালে মাটিডালি বিমান মোড়ে ব্যারিকেড দিয়ে পুলিশ ও পিকআপটিকে আটকানোর চেষ্টা করে। কিন্তু চালক পুলিশের ব্যারিকেড ভেঙে পালিয়ে যায়। এরপর ঠেঙ্গামারা এলাকায় পুলিশ আবারও মহাসড়কে ব্যারিকেড দেয়। সেখানেও পুলিশের ব্যারিকেড ভেঙে পালিয়ে যায় চালক। ৩য় দফায় গোয়েন্দা পুলিশের একটি গাড়ি পিকআপটিকে সামনে থেকে আটকানোর চেষ্টা করলে চালক গোয়েন্দা পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। তখন গোয়েন্দা পুলিশের সদস্যরা পিকআপটির চাকা লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায়। এতে ভয় পেয়ে পিকআপ ফেলে পালানোর সময় গোয়েন্দা পুলিশ পিকআপ চালক বগুড়া সদরের বারপুর মধ্যপাড়ার মৃত মাহমুদ আলীর ছেলে আব্দুল হামিদ (৩৫) ও হেলপার একই এলাকার বাসিন্দা মাসুদকে (২২) আটক করে। পরে আহত অবস্থায় চালক আব্দুল হামিদকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, নিহত পথচারীর পরিচয় এখনো জানা যায়নি। আর ঘাতক ট্রাক ও চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।লিমন বাসার/এমএএস/পিআর

Advertisement