রাজনীতি

সস্ত্রীক করোনা আক্রান্ত সেলিমুজ্জামান সেলিম

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। বুধবার (১৭ মার্চ) সেলিমুজ্জামান সেলিমের স্ত্রী সাবরিনা শুভ্রা এ তথ্য জানিয়েছেন।

Advertisement

সাবরিনা শুভ্রা বলেন, আমরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। তিনি দেশবাসীসহ সবার কাছে এজন্য দোয়া কামনা করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ১১টার পর তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন। এরপর তার শরীরে প্রচণ্ড জ্বর আসে। এরপর অসুস্থতার মাত্রা বেড়ে গেলে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন।

কেএইচ/এআরএ/জিকেএস

Advertisement