খেলাধুলা

বাবর আজম নাখোশ, পিসিবিকে ধুয়ে দিলেন ইনজামাম

এ কেমন কথা! দল নির্বাচনে অধিনায়কের মতামতকে মূল্যায়ন করা হবে না? দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে তিন ফরমেটের যে দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তাতে অধিনায়ক বাবর আজম খুশি নন-এমন খবর ফাঁস করলেন পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক ও কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম উল হক।

Advertisement

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ইনজামাম দল নির্বাচন নিয়ে তার হতাশার কথা ব্যক্ত করেছেন। বাবর আজমের মতামতকে গুরুত্ব না দিয়ে প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম আর কোচ মিসবাহ উল হক কিভাবে সব ঠিক করলেন, মাথায় আসছে না সাবেক এই ব্যাটসম্যানের।

ইনজামাম বলেন, ‘দল নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আলোচনা। আমি এর আগেও অনেকবার বলেছি, এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হলেন অধিনায়ক। প্রধান নির্বাচক আর কোচ সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ নন, কারণ তারা মাঠের মধ্যে খেলেন না। দল নিয়ে লড়তে হয় অধিনায়ককেই, তাই তাকেই আত্মবিশ্বাসটা দেয়া উচিত।’

তিনি যোগ করেন, ‘বাবর আজম দল নির্বাচন নিয়ে খুশি নয়। মোহাম্মদ ওয়াসিম বলছেন, এটা তোমার ভাববার বিষয় না। কিভাবে মোহাম্মদ ওয়াসিম বাবর আজমকে এমন কথা বলতে পারে? অবাক করা ব্যাপার! এখন সেই কথা কোথায় গেল, বোর্ড যে বলেছিল অধিনায়ককে পূর্ণ কর্তৃত্ব দেয়া হবে, দল নির্বাচনেও মূল ভূমিকা সে রাখবে?’

Advertisement

এমন ঘটনার পরও পিসিবি কিভাবে চুপ করে আছে, সেটাও বুঝতে পারছেন না ইনজামাম। বোর্ডের নীরবতায় বিস্মিত এই সাবেক অধিনায়ক ধুয়ে দিয়েছেন কর্তাদেরও।

ইনজামাম বলেন, ‘আমি মাঝেমধ্যে বুঝি না, বোর্ড আসলে করছেটা কী! বোর্ডের প্রতিটা সিদ্ধান্তই ভুল। তারা করোনার কারণে পিএসএল মাঝপথে বন্ধ করে দিল। আইপিএলে ১০ জনের করোনা হয়েছিল, তারা তো ঠিকই টুর্নামেন্ট শেষ করেছে! পিসিবি আসলে বুঝতেই পারছে না, পিএসএল বন্ধ করলে পাকিস্তানের ইমেজটা কোথায় গিয়ে ঠেকলো। বাবর আজম নাখোশ, মোহাম্মদ ওয়াসিম এমন কথা বললেন, এখানেও বোর্ড চুপ করে আছে।’

এমএমআর/এমকেএইচ

Advertisement