জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বুধবার (১৭ মার্চ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ১০০ বার কোরআন খতম করা হয়েছে।
Advertisement
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে বেলা ১১টায় ১০০ জন কোরআনে হাফেজের মাধ্যমে এই কোরআন খতম সম্পন্ন হয়েছে। ইফার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কোরআন খতম শেষে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী।
দোয়া ও মোনাজাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ফারুক আহম্মেদ (যুগ্ম সচিব), প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক মো. নজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ আবদুল কাদের শেখ (উপ সচিব), ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকরা ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Advertisement
অন্যদিকে বুধবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
আরএমএম/এমআরআর/এমএস