পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত কোটভাজনী ও বালাপাড়া ছিটমহলের ২৮টি পরিবারের ১৪৭ জন বাসিন্দা নাগরিকত্ব বদল করে স্থায়ীভাবে ভারত যাচ্ছেন। এজন্য রোববার তারা দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের গাজোকাঠি হাইস্কুল মাঠে জড়ো হন। সেখানে রাত্রিযাপন শেষে সোমবার সকাল সাড়ে ৯টায় তারা ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আযম তাদের বিদায় জানান। এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি রমা কান্ত গুপ্ত, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশ ছাড়ার শেষ মুহূর্তে ভারতগামীদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশিরা কান্নায় ভেঙে পড়েন। জেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার বিকেল নাগাদ তারা নীলফামারীর ডোমার উপজেলার ভোগবুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে চারটি মিনিবাস এবং মালামাল পরিবহনের জন্য সাতটি ট্রাকের ব্যবস্থা করা হয়। রোববার জেলার ছয়টি বিলুপ্ত ছিটমহলের ১৫ পরিবারের ৫৫ জন বাসিন্দা ভারতে যান। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আযম জাগো নিউজকে জানান, সীমান্তে ইমিগ্রেশনের প্রয়োজনীয় কার্যক্রম শেষে তারা ভারতে প্রবেশ করবেন। ভারতের কোচবিহার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইশা রানী তাদের স্বাগত জানানোর কথা। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত তিন উপজেলার ৩৬ ছিটমহলের ৪৮৭ জন বাসিন্দা একই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন।এমজেড/এমএস
Advertisement