চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের ওপর হামলার ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিনগত রাতে জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
Advertisement
গ্রেফতাররা হলেন- জীবননগর উপজেলার কাঁটাপোল গ্রামের মৃত তোফাজ্জেল মন্ডলের ছেলে তবিবর রহমান মন্ডল (৫০), শুকুর আলীর ছেলে জয়নাল হোসেন (৩০), হাসাদাহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহানুর রহমান (২৬) এবং নতুন চাকলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে নয়ন হোসেন (২৫)।
এর আগে মঙ্গলবার রাতে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন জীবননগর থানায় রাষ্ট্রীয় কাজে বাঁধা প্রদানের জন্য একটি মামলা দায়ের করেন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করার পর আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হয়েছে। রাতভর অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Advertisement
প্রসঙ্গত, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাঁটাপোল গ্রামে ইটভাটার মাটিবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মঙ্গলবার দুপুরে মঈদুল নামে এক বাইসাইকেল আরোহী নিহত হন। ঘটনা পরিদর্শনে গেলে বিক্ষুব্ধ গ্রামবাসীর হামলার শিকার হন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন। এসময় তিনি রক্তাক্ত জখম হন।
খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তারেক আহম্মেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শনে যান এবং আইনশৃঙ্খলা ঠিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সালাউদ্দীন কাজল/এফএ/এএসএম
Advertisement