জোকস

আজকের কৌতুক : যে কারণে বিবাহবিচ্ছেদ বেশি হয়

যে কারণে বিবাহবিচ্ছেদ বেশি হয়চাকরির পরীক্ষায় নিম্নোক্ত প্রশ্নের উত্তর লিখেছেন একজন প্রার্থী—

Advertisement

প্রশ্ন: নেপলিয়ন কোন যুদ্ধে মারা গেছেন?উত্তর: জীবনের শেষ যুদ্ধে।

প্রশ্ন: কাশ্মীর চুক্তির দলিল কোথায় সই করা হয়েছিল?উত্তর: দলিলের শেষ পৃষ্ঠায়।

প্রশ্ন: বিবাহবিচ্ছেদের প্রধান কারণ কী?উত্তর: বিবাহ।

Advertisement

প্রশ্ন: ছাত্রদের পাস না করার জন্য দায়ী কী?উত্তর: পরীক্ষা।

****

অন্যের বাসার জিনিস চুরিস্বামী: মেহমানকে খাবার দিলে, কিন্তু চামচ দিলে না কেন?স্ত্রী: ভয় লেগেছিল।স্বামী: কিসের ভয়?স্ত্রী: না মানে, চামচগুলো আমি ওদের বাসা থেকেই এনেছিলাম। দিলে যদি টের পেয়ে যায়—এ ভয়েই...

****

Advertisement

স্বামী তো বেঁচে থাকবে!একদিন এক প্রসূতি নারী এক জ্যোতিষীর কাছে হাত দেখাতে গেলেন। হাত দেখে জ্যোতিষী বললেন—জ্যোতিষী: তোমার এই বাচ্চার জন্মের সাথে সাথে এর বাবা মারা যাবে।নারী: যাক বাবা, বাঁচলাম।জ্যোতিষী: এ কথা শুনে তুমি খুশি?নারী: কারণ বাচ্চার বাবা মারা গেলেও আমার স্বামী তো বেঁচে থাকবে!

এসইউ/এএসএম